রেকর্ডগড়া শান্তর ‘স্পেশাল’ দিন
যুব ওয়ানডেতে এখন সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। রোববার তাঁর অপরাজিত ১১৩ রানের সুবাদে স্কটল্যান্ডকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারানোয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিজে রেকর্ড গড়ার পাশাপাশি দলও সাফল্য পাওয়ায় বাঁ-হাতি ব্যাটসম্যান শান্তর কাছে দিনটি ‘স্পেশাল’।
স্কটল্যান্ডের বিপক্ষে ৫৪তম ওয়ানডে খেলা শান্তর সংগ্রহ এক হাজার ৭৪৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১,৬৯৫ রান পাকিস্তানের সামি আসলামের।
এমন একটা কীর্তি গড়ে দারুণ খুশি শান্ত। খেলাশেষে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘টানা দ্বিতীয় ম্যাচ জিতে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি। শতক করার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছি। তাই দিনটি আমার কাছে খুবই স্পেশাল।’
রেকর্ডটা নিয়ে অবশ্য কোনো রকম চাপের মধ্যে ছিলেন না শান্ত, ‘একটা রেকর্ডের সামনে যে দাঁড়িয়েছিলাম, তা আগেই জানতাম। তবে রেকর্ডটা যে করতেই হবে সে ভাবনা মোটেও কাজ করেনি। আমার চেষ্টা ছিল নিজের সেরাটা দেওয়ার। তা করতে পেরেছি বলেই হয়তো সাফল্য পেয়েছি। আমার তো ভালো লাগছেই, বাবা-মাও দারুণ খুশি হয়েছেন।’
শেষ পর্যন্ত সহজ জয় পেলেও শান্ত মাঠে নামার সময় ১৭ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপের মধ্যে ছিল বাংলাদেশ। সেই চাপ জয় করে দলকে সাফল্য এনে দিতে পেরে ম্যাচের সেরা খেলোয়াড় তৃপ্ত, ‘সত্যি কথা বলতে কি, এমন চাপের মধ্যে ব্যাট করতেই আমার ভালো লাগে। চাপ থেকে দলকে টেনে তুলতে পেরেছি বলে বেশি ভালো লেগেছে।’