নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স সব সময়ই ভালো। তবে এবারের নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডে একদমই ভালো কাটেনি অস্ট্রেলীয়দের। সেই ম্যাচে ১৫৯ রানের বিশাল হারের লজ্জায় পড়া বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচেই। দ্বিতীয় ওয়ানডে চার উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে স্টিভেন স্মিথের দল।
শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ১২২ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুজনে। খাজা ৫০ রান করে মিচেল স্যান্টনারকে ফিরতি ক্যাচ দিলেও ওয়ার্নার ষষ্ঠ ওয়ানডে শতকের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু একটুর জন্য পারেননি। ৯৮ রান করা ওয়ার্নারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন স্যান্টনারই। ৭৯ বলের আক্ষেপজাগানো ইনিংসটা গড়ে উঠেছে আটটি চার ও চারটি ছক্কায়।
দুর্দান্ত উদ্বোধনী জুটি পেলেও একসময় ১৯৭ রানে ছয় উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সপ্তম উইকেটে মিচেল মার্শ আর জন হেস্টিংসের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে অতিথিদের। ম্যাচসেরা মার্শ ৬৯ আর হেস্টিংস অপরাজিত ছিলেন ৪৮ রানে।
৪৭ রানে তিন উইকেট নিয়ে স্যান্টনার নিউজিল্যান্ডের সেরা বোলার। ৫৭ রানে দুই উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা কিউইদের ৯ উইকেটে ২৮১ রানের পুঁজি গড়ে উঠেছে বেশ কয়েকজনের অবদানে। তবে কেন উইলিয়ামসন (৬০), স্যান্টনার (৪৫*), অ্যাডাম মিল্ন (৩৬), গ্র্যান্ট এলিয়ট (৩২) আর মার্টিন গাপ্টিলের (৩১) প্রচেষ্টা ব্যর্থই হয়েছে শেষ পর্যন্ত।
অস্ট্রেলিয়ার পক্ষে জশ হেজেলউড তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন মিচেল মার্শ, স্কট বোল্যান্ড ও অভিষিক্ত অ্যাডাম জাম্পা।
আগামী সোমবার সিরিজের শেষ ম্যাচ হবে হ্যামিল্টনে।