পিএসএলে আবার অনুজ্জ্বল সাকিব
প্রথম ম্যাচে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে জয় এনে দিয়েছিলেন দলকে। দ্বিতীয় ম্যাচে কিছু করতে পারেননি। পিএসএলে নিজের তৃতীয় ম্যাচেও অনুজ্জ্বল সাকিব আল হাসান। পাকিস্তানের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তাঁর দলও টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি। করাচি কিংসকে নাটকীয়ভাবে দুই রানে হারিয়ে দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ইসলামাবাদ তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি। পাকিস্তানের রাজধানীর দলটির ইনিংস থেমে গেছে ৮ উইকেটে ১৩২ রানে। সর্বোচ্চ ৩৯ রান করেছেন খালিদ লতিফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান শারজিল খানের।
মাত্র দুই ওভার বল করার সুযোগ পাওয়া সাকিব ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২৫ রানে দুই উইকেট নিয়ে রবি বোপারা করাচির সেরা বোলার।
জবাব দিতে নেমে তিন রানের মধ্যে দুই ওপেনার লেন্ডল সিমন্স আর জেমস ভিন্সকে হারিয়ে বিপদে পড়ে যায় করাচি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলা দলের ত্রাতা হয়ে উঠতে পারেননি সাকিবও। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২২ বল খেলে তাঁর অবদান ২০ রান। সাঈদ আজমলকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ইমরান খালিদের হাতে ধরা পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বিদায়ের পর বোপারা (৩২*) অনেক চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেননি। ২৭ রানে তিন উইকেট নিয়েছেন আজমল।