কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
ঘূর্ণিঝড় পামের আঘাতে খেলা পরিত্যক্ত হওয়ার আশঙ্কা ছিল। তবে সেই শঙ্কাকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ এখন কোয়ার্টার ফাইনালে। রোববার সংযুক্ত আরব আমিরাতকে সহজেই ৬ উইকেটে হারানোয় বিশ্বকাপের শেষ আট নিশ্চিত হয়ে গেছে ক্যারিবীয়দের। ১৭৬ রানের লক্ষ্যে ৩০ ওভার তিন বলেই পৌঁছে গেছে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দুই পেসার জেরম টেলর ও জেসন হোল্ডারের তোপের মুখে পড়তে হয়েছে আমিরাতকে। প্রথম ছয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের দলটি পরিণত হয় ৬ উইকেটে ৪৬ রানে। সেখান থেকে আমজাদ জাভেদ (৫৬) ও নাসির আজিজের (৬০) ১০৭ রানের সপ্তম উইকেট জুটিতে লজ্জা এড়াতে পেরেছে তারা। অধিনায়ক হোল্ডার ২৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের সেরা বোলার। ৩৬ রানে টেলরের শিকার তিন উইকেট।
ব্যাট করতে নামার সময় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব জয় তুলে নিয়ে নিট রানরেটে পাকিস্তান অথবা আয়ারল্যান্ডকে পেছনে ফেলা। সে লক্ষ্যে ক্যারিবীয়রা সফল। জনসন চার্লস (৪০ বলে ৫৫), জোনাথন কার্টার (৫৮ বলে অপরাজিত ৫০) ও দীনেশ রামদিনের (৫০ বলে ৩৩) দৃঢ়তায় সহজ জয় পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত : ৪৭.৪ ওভারে ১৭৫ (আমজাদ ৫, বেরেনজার ৭, চন্দ্রন ০, খুররাম ৫, শাইমান ২, পাতিল ৬, জাভেদ ৫৬, আজিজ ৬০, নাভিদ ১৪, তৌকির ২, গুরুগে ৪*; হোল্ডার ৪/২৭, টেলর ৩/৩৬, রাসেল ২/২০, স্যামুয়েলস ১/২৫)
ওয়েস্ট ইন্ডিজ : ৩০.৩ ওভারে ১৭৬/৪ (স্মিথ ১৫, চার্লস ৫৫, স্যামুয়েলস ৯, কার্টার ৫০*, রাসেল ৭, রামদিন ৩৩*; জাভেদ ২/২৯, গুরুগে ২/৪০)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জেসন হোল্ডার।