স্কয়ার ড্রাইভ
আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দুঃখজনক
আম্পায়ারদের একটা ভুল সিদ্ধান্তই যে কোনো দলের হারের জন্য যথেষ্ট। আমাদের মতো ছোট দলগুলো বরাবরই ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আসছে। আর বিশ্বকাপের মতো মঞ্চে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিলে তো আরো কষ্টদায়ক। আম্পায়াররা এদিন আমাদের বিপক্ষে যে ভুল সিদ্ধান্তগুলো দিয়েছেন, তা খুবই দুঃখজনক।
ভারত বরাবরই আম্পায়ারদের কাছ থেকে ‘ফেভার’ পেয়ে থাকে। অতীতে আইসিসির কাছে এর বিরুদ্ধে অভিযোগ করেও কোনো লাভ হয়নি, ভবিষ্যতেও হবে না। কারণ বিশ্বক্রিকেটে তাদের আধিপত্য অনেক বেশি।
বাংলাদেশ দলকে এই ম্যাচে আমি শুরু থেকেই চাপ নিয়ে খেলতে দেখেছি। বোলাররা মাঝেমধ্যে হয়তো ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলতে পেরেছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের বড় স্কোরের পথে বাধা হতে পারেনি।
রুবেল হোসেন প্রথম ছয় ওভার ভালো বল করলেও শেষ চার ওভারে অনেক বেশি রান দিয়ে ফেলেছে। মাশরাফি বিন মুর্তজাও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি। তাসকিন আহমেদ তিন উইকেট পেয়েছে ঠিক, কিন্তু রান দিয়ে ফেলেছে অনেক বেশি। তাই সব মিলিয়ে আমাদের বোলিংটা ভালো হয়েছে বলা যাবে না।
আর ফিল্ডিংও খুব বেশি ভালো হয়নি। তাই ভারত তিন শতাধিক রান করতে পেরেছে। লক্ষ্যটা বড় হওয়ায় আমাদের ব্যাটসম্যানরাও শুরু থেকেই চাপে ছিল। তা ছাড়া কোনো ব্যাটসম্যানকেই দেখিনি সতর্ক হয়ে খেলতে।
তামিম ইকবাল যেভাবে শুরু করেছিল, মনে হয়েছিল এদিন ভালো করবে। সে একটু ভালো ভিত গড়ে দিতে পারলে অন্য ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যেত। কিন্তু বরাবরের মতোই সে হতাশ করেছে। মাহমুদউল্লাহ আর মুশফিকের পক্ষে তো সব সময় ভালো খেলা সম্ভব না। যে কারণে এদিন ব্যাটিংও ভালো হয়নি।
ভারতীয় বোলাররা খুবই ভালো বল করেছে। উমেশ যাদব ও মোহাম্মদ সামি এই বিশ্বকাপে ভালো খেলেই যাচ্ছে। এদিনও তারা ধারাবাহিকতা ধরে রেখেছে।
অবশ্য বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারলেও বিশ্বকাপে দারুণ খেলেছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা অর্জন, যা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজে আসবে।
শুক্রবার পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে আমি চাই পাকিস্তান জিতুক। তাহলে বিশ্বকাপে আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারব। সেমিফাইনালে ভারত-পাকিস্তানের দেখা হলে বিশ্বকাপের উত্তেজনাও বেড়ে যাবে।
পাকিস্তান খুব কষ্ট করে কোয়ার্টার ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে দিতেও পারে। অস্ট্রেলিয়া যদি কোনো দলকে সমীহ করে থাকে, সে দলটি হলো পাকিস্তান। তাই এই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার ধারণা।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।