মাঠে ঢুকে রেফারিকে পেটালেন দর্শক
ফুটবল ম্যাচটি চলছিল তখন। তুরস্কের সুপার লিগ ট্রাবজোন্সপর ও ফেনেরবাহসে প্রতিদ্বন্দ্বিতায়। ট্রাবজোন্সপর পিছিয়ে ৪-০ গোলে। আচমকাই মাঠে নেমে সহকারী রেফারিকে মারধর করতে থাকেন ট্রাবজোন্সপরের এক সমর্থক।
মাঠের মধ্যেই সহকারী রেফারিকে ফেলে মারতে থাকেন কিল-ঘুষি-লাথি। ঘটনায় মাঠে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন দুই দলেরই ফুটবলাররা। অবশ্য পরে পুলিশ এসে ওই দর্শককে ধরে ফেলে।
তুরস্কের সুপার লিগে এখন ট্রাবজোন্সপর ১১তম স্থানে আছে। আর ফেনেরবাহসে রয়েছে দ্বিতীয় স্থানে।
গতকাল রোববার এই ম্যাচের খেলা শুরুর পর থেকেই দর্শকরা মাঠের পরিবেশকে এক রকম উত্তপ্ত করে তোলে। একদল দর্শক সারাক্ষণ মাঠে বোতল ও পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি কঠিন হয়ে ওঠে ম্যাচের শেষ পর্যায়ে।
রেফারি পেটানোর ঘটনার পর ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তুরস্কের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ফেনেরবাহসেকে পরে জয়ী ঘোষণা করা হতে পারে। আর শাস্তির মুখে পড়তে পারে ট্রাবজোন্সপর।