‘হাল ছেড়ো না’, সতীর্থদের রোনালদো
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার অভাবও ভালোমতোই টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। মাঠ ছেড়েছে গোলশূন্য ড্র নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রোনালদো দ্বিতীয় লেগের ম্যাচেও মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে মাঠে নামতে না পারলেও রোনালদো সাহস জুগিয়ে চলেছেন সতীর্থদের। কখনোই যে হাল ছাড়া যাবে না, সেটাই সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘কখনো হাল ছেড়ো না।’ শুধু সতীর্থদের না, কথাটা হয়তো নিজের উদ্দেশেও বলেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। ইনজুরি কাটিয়ে তাঁকেও যে দ্রুত ফিরতে হবে মাঠে।
আগামী সপ্তাহে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগেই রোনালদোকে মাঠে দেখতে চাইবেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা। ৪ মে রোনালদো সত্যিই মাঠে নামতে পারবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি রিয়ালের কোচ জিনেদিন জিদান। তবে দলের বেগতিক অবস্থা দেখলে হয়তো ব্যথা নিয়েও মাঠে নেমে যেতে পারেন রোনালদো। ম্যানসিটির বিপক্ষে ম্যাচের আগে তিনি তেমন ইঙ্গিতই দিয়েছিলেন, ‘ব্যথাটা এখনো আছে। আমি পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করব। আর এটা যদি ফাইনাল ম্যাচ হতো, তাহলে আমি চেষ্টা করতাম মাঠে নামার।’
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রতি মৌসুমেই দারুণ নৈপুণ্য দেখালেও দলগতভাবে খুব বেশি সাফল্য পাননি রোনালদো। এর আগের ছয়টি মৌসুমে জিততে পেরেছেন একটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি কোপা দেল রে শিরোপা। যেখানে এই সময়ের মধ্যে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে চারটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি কোপা দেল রে শিরোপা।