লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ সিমিওনে
লা লিগার শিরোপা জয়ের জন্য বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে আতলেতিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান। শেষ তিন ম্যাচে বার্সেলোনা আর একবার হোঁচট খেলেই শিরোপা চলে যেতে পারে আতলেতিকোর ঘরে। তবে মৌসুমের শেষ তিনটি ম্যাচে আতলেতিকোকে খেলতে হবে কোচ ডিয়েগো সিমিওনেকে ছাড়াই।
গত সপ্তাহে মালাগার বিপক্ষে ম্যাচে একটি অঘটনের জন্য তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়েছে সিমিওনেকে। ভিসেন্তে ক্যালদেরনে অনুষ্ঠিত সেই ম্যাচে খেলা চলার সময় মাঠের ভেতরে আরেকটি বল পাঠানো হয়েছিল আতলেতিকোর ডাগআউট থেকে। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখে ডাগআউট ছেড়ে যেতে হয়েছিল সিমিওনেকে। বলটা নিজে মাঠে না পাঠালেও কোচ হিসেবে এ দায় এড়াতে পারছেন না সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পর এ নিয়ে রেফারির প্রতি কোনো ক্ষোভও নেই সিমিওনের। মালাগার বিপক্ষে সেই ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘আমার পাশে বসে থাকা একটি ছেলে বলটা মাঠে পাঠিয়েছিল। কিন্তু এটা বলে কোনো লাভ নেই। নিয়ম অনুযায়ী রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তাঁর যা করা দরকার, তিনি সেটাই করেছেন। এ নিয়ে খুব বেশি কিছু বলার নেই।’
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, ডাগআউট থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার জন্য কোচই দায়ী থাকেন। নিজে দোষ না করলেও সে নিয়মের বলি হয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হলো সিমিওনেকে। এখন অবশ্য তিনি পাল্টা আপিল করার সুযোগ পাবেন।
লা লিগার শেষ তিন ম্যাচে আতলেতিকো খেলবে রায়ো ভায়েকানো, লেভান্তে ও সেল্তা ভিগোর বিপক্ষে। এর মধ্যে দুটি ম্যাচই আতলেতিকো খেলবে নিজেদের মাঠে।