এনরিকের চোখে লা লিগা জয়ের স্বপ্ন
টানা তিন ম্যাচ হেরে মাঝে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে পরের তিন ম্যাচ জিতে এখন স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার ঢিল ছোড়া দূরত্বে কাতালান পরাশক্তিরা। বাকি দুই ম্যাচ জিতলেই ২৪তম লা লিগা জয়ের আনন্দে ভেসে যাবে বার্সা। কোচ লুইস এনরিকের বিশ্বাস, এই দুই ম্যাচ জিততে তেমন সমস্যা হবে না তাঁর শিষ্যদের।
শনিবার ইভান রাকিতিচ ও লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে রিয়াল বেতিসকে ২-০ গোলে হারানো বার্সার সংগ্রহ ৮৫ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৮৫। ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সার মতো মাদ্রিদের দুই দলেরও আর দুটো ম্যাচ বাকি আছে।
অর্থাৎ তিন দলের সামনেই শিরোপাজয়ের দারুণ সুযোগ। বার্সেলোনা অবশ্য সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে। কারণ বাকি দুই ম্যাচ জিতলে শিরোপা উঠবে তাদেরই ঘরে। রিয়াল আর আতলেতিকো দুই মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বার্সা। লা লিগার নিয়ম অনুযায়ী, শীর্ষে একাধিক দলের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল চ্যাম্পিয়ন হবে।
বার্সার বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ এসপানিয়ল ও গ্রানাদা। এর মধ্যে এসপানিয়ল তাদের নগর-প্রতিদ্বন্দ্বী। এনরিকের চোখে তাই এখনই শিরোপা-স্বপ্ন, ‘আমি অনুভব করতে পারছি যে আমরা আগের চেয়ে (শিরোপার) অনেক কাছাকাছি এখন। পরের ম্যাচে আমরা এসপানিয়লের বিপক্ষে ডার্বি ম্যাচ খেলব। আমি নিশ্চিত, ন্যু ক্যাম্প গর্জন করবে সেই ম্যাচে।’
সর্বশেষ তিন ম্যাচে ১৬ গোল করা শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট এনরিকে। রিয়াল-আতলেতিকোকে কঠিন প্রতিপক্ষ হিসাবে রায় দিলেও শিরোপা লড়াইয়ে নিজের দলকে কিছুটা এগিয়ে রাখছেন বার্সা কোচ, ‘এটা ভীষণ কঠিন লিগ। কারণ তিনটি দল শিরোপার জন্য লড়াই করছে। আমি মনে আমরা তিন দলই এখন খুব ভালো খেলছে। তিন দলেরই মৌসুমটা খুব ভালো কাটছে। মনে হয় না এই তিন দলের কোনোটি আর হোঁচট খাবে। তাই আমাদের নিজেদেরই কাজটা করতে হবে। আমরাই অবশ্য সুবিধাজনক অবস্থায় আছি।’