অনুশীলনে ফিরেছেন রোনালদো
ইনজুরির কারণে টানা তিনটি ম্যাচে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে আবারও অনুশীলনে ফিরেছেন এই পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে রোনালদো মাঠে নামতে পারবেন বলে আশাবাদী কোচ জিনেদিন জিদানও।
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে রোনালদোকে ছাড়া মাঠে নেমে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। মাঠ ছেড়েছিল গোলশূন্য ড্র করে। বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে তাই বাঁচা-মরার লড়াইয়েই নামতে হবে ১০ বারের শিরোপাজয়ীদের।
রোনালদো ছাড়াও ইনজুরির কবলে পড়েছেন রিয়ালের আরেক তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে দুজনকেই মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী জিদান। গত শনিবার তিনি বলেছিলেন, ‘চিকিৎসক দলের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। বুধবারের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু এই ম্যাচ নিয়েই ভাবছি। এখনো কিছুদিন সময় আছে। আশা করছি, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ইনজুরিতে থাকা খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠতে পারবে।’
গত ২০ এপ্রিল ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ইনজুরির কবলে পড়েছিলেন রোনালদো। তার আগে লা লিগার সব ম্যাচেই খেলেছিলেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার। ৩৪টি ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগে একটি ব্যক্তিগত অর্জনের হাতছানিও আছে রোনালদোর সামনে। আর দুটি গোল করতে পারলেই এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড নতুন করে গড়তে পারবেন এই পর্তুগিজ তারকা। এক মৌসুমে ১৭টি গোল করার বর্তমান রেকর্ডটিও আছে রোনালদোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবারের মৌসুমে ১০ ম্যাচে রোনালদো করেছেন ১৬টি গোল।