টাকার লড়াইয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
ফুটবল মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। এবারের মৌসুমেও কোনো শিরোপা জেতা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে টাকার লড়াইয়ে কিন্তু সবার চেয়ে এগিয়েই আছে রিয়াল। ফোর্বস পত্রিকার হিসাব অনুযায়ী, টানা চতুর্থবারের মতো সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের আসনটি নিজেদের দখলে রেখেছে তারা।
২০১৫ সালে রিয়াল মাদ্রিদের মোট সম্পদের পরিমাণ ছিল ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার। এবার সেটা ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে। স্পেনের আরেক শীর্ষ ক্লাব ও রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এ তালিকায় আছে দ্বিতীয় স্থানে। গত বছরের তুলনায় বার্সেলোনার মূল্যও ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে। শীর্ষ পাঁচ ধনী ক্লাবের তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড (৩ দশমিক ৩ বিলিয়ন), বায়ার্ন মিউনিখ (২ দশমিক ৭ বিলিয়ন) ও আর্সেনালের (দুই বিলিয়ন) নাম। সব ধরনের স্পোর্টস ক্লাব মিলিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ডালাস কাউবয়। তাদের মূল্য চার বিলিয়ন ডলার।
ইউরোপিয়ান ফুটবলে সেভাবে সাফল্য না পেলেও ধনী ক্লাবগুলোর তালিকার দাপুটে অবস্থান ইংল্যান্ডের। শীর্ষ ১০টি ধনী ক্লাবের মধ্যে ছয়টিই এসেছে ইংল্যান্ড থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল ছাড়াও এ তালিকায় নাম আছে ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ও টটেনহামের। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এই ধনী ক্লাবগুলোকে পেছনে ফেলে শিরোপা জিতেছে অখ্যাত লিস্টার সিটি। স্পেন ও ইংল্যান্ডের বাইরে শীর্ষ দশে আছে জার্মানি ও ইতালির একটি করে ক্লাব। বায়ার্ন মিউনিখ আছে চতুর্থ স্থানে। আর ইতালির জুভেন্টাস আছে নবম স্থানে।