মেসিকে নিয়ে সংশয়ে আর্জেন্টিনা
ডান পায়ের চোট গত শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে দেয়নি। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) ইকুয়েডরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচেও লিওনেল মেসিকে নিয়ে সংশয়াচ্ছন্ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বার্সেলোনা তারকা মাঠে নামতে পারবেন কি না, ম্যাচের ২৪ ঘণ্টা আগেও তা জানাতে পারেননি আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।
গত ২২ মার্চ স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় ডান পায়ে ব্যথা পেয়েছিলেন মেসি। ব্যথা নিয়েই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টাইনদের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে মাঠে নামতে পারেননি। চারবারের ফিফা বর্ষসেরা এখনো পুরোপুরি সুস্থ নন। তাই দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন মার্তিনো।
ইকুয়েডর ম্যাচে মেসির মাঠে নামা প্রসঙ্গে মার্তিনোর বক্তব্য, ‘লিও (মেসি) সব সময়ই খেলতে চায়। আমরা খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় থাকব। তবে ওকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না। পায়ের অবস্থা একই রকম থাকলে সে ইকুয়েডরের বিপক্ষে খেলবে না।’