মাদ্রিদে রিয়ালকে উষ্ণ অভ্যর্থনা
সারা রাত রিয়াল মাদ্রিদ সমর্থকরা ঘুমাতে পারেনি। গর্ব আর উচ্ছ্বাস নিয়ে জেগে বসেছিল ফুটবল-বীরদের বরণ করে নিতে। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে মিলান থেকে মাদ্রিদে ফেরার পর রিয়ালের খেলোয়াড়দের নিয়ে আনন্দে মেতে উঠেছে ভক্তরা।
রিয়ালের সাফল্যের উৎসব মানেই মাদ্রিদের প্লাজা দে সিবেলেস। রোববার স্থানীয় সময় ভোর ৬টায় মাদ্রিদে ফিরেছে ইউরোপের সফলতম দল। আর ফিরেই ছাদখোলা দোতলা বাসে চড়ে জিনেদিন জিদানের শিষ্যরা সোজা চলে গেছেন সিবেলেসে। স্প্যানিশ ভাষায় ‘কাম্পেওনেস’ বা চ্যাম্পিয়ন লেখা বাসে থাকা বিজয়ীদের কনফেত্তি উড়িয়ে সাদরে বরণ করে নিয়েছে মাদ্রিদের মানুষ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বসে চারটি জায়ান্ট স্ক্রিনে ফাইনাল উপভোগ করেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। তাঁদের অনেকেই সিবেলেসে চলে এসেছেন প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে।
দুই বছর আগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়স লিগের দশম শিরোপা জিতেছিল রিয়াল। এবার একই প্রতিপক্ষকে হারালেও জয়টা এসেছে অনেক কষ্টে, টাইব্রেকারে। তবে যেভাবেই আসুক, ইউরোপ-সেরাদের আনন্দ তাতে একটুও ম্লান হয়নি। খেলোয়াড়রা কখনো হাত নেড়ে, কখনো ছবি তুলে আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। অধিনায়ক সার্জিও র্যামোস তো বিশাল রুপালি ট্রফিটা বারবার উঁচিয়ে ধরছিলেন সমর্থকদের সামনে।
রিয়ালের একাদশ ইউরোপ-জয় নিয়ে স্পেনের পত্রিকাগুলোতেও এখন উচ্ছ্বাসের ঢেউ। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা লিখেছে, ‘রিয়াল আবার ইউরোপের রাজা। কোচ জিনেদিন জিদানের হাতে যেন জাদুদণ্ড আছে। রিয়াল মাদ্রিদে খেলার জন্য আর নেতৃত্ব দেওয়ার জন্যই তাঁর জন্ম।’