স্লোভাকিয়ার কাছে হারল জার্মানি
এবারই প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে স্লোভাকিয়া। তবে ‘চুনোপুঁটি’ বলে হেলাফেলা করার উপায় থাকছে না মধ্য ইউরোপের এই দেশটিকে। ইউরো কাপের প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপজয়ী জার্মানিকে হারিয়ে বড় চমকই দেখিয়েছে স্লোভাকিয়া। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত তারা জার্মানিকে হারিয়েছে ৩-১ গোলে।
জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামিয়েছিলেন দ্বিতীয় সারির একটি দলকে। প্রথম একাদশে ছিলেন না টমাস মুলার, মার্কো রেউস, ম্যানুয়েল নয়্যারদের মতো তারকারা। আগামী মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার আগে তরুণ খেলোয়াড়দের একটু যাচাই করে নিতে চেয়েছিলেন জার্মানির কোচ। কিন্তু তাই বলে স্লোভাকিয়ার কাছে যে বিশ্বকাপজয়ীরা হেরেই বসবে, তা-ও হয়তো ভাবতে পারেননি অনেকে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল জার্মানি। পেনাল্টি থেকে গোল করেছিলেন মারিও গোমেজ। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল স্লোভাকিয়া। ৪১ ও ৪৪ মিনিটে দুটি গোল করেছিলেন স্লোভাকিয়ার দুই ফরোয়ার্ড মারেক হামসিক ও মিচাল ডুরিস। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন জুরাজ কুচকা।
হতাশাজনক এই হারের জন্য জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য দায়ী করেছেন মাঠের পরিস্থিতিকে। বৃষ্টির কারণে পাসিং ফুটবল খেলাটা খুবই কঠিন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন এই জার্মান কোচ। আর কেউ যে ইনজুরির কবলে পড়েনি, সে জন্য তিনি ফেলেছেন স্বস্তির নিশ্বাস।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। গ্রুপ পর্বে জার্মানিকে খেলতে হবে ইউক্রেন, পোল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে।