ইকুয়েডরকে সমীহ করছেন দুঙ্গা
শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর, হাইতি ও পেরু। রোববার বাংলাদেশ সময় সকালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইকুয়েডরের। খর্ব শক্তির দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া ব্রাজিলের কোচ দুঙ্গা প্রথম প্রতিপক্ষকে নিয়ে ভীষণ সতর্ক। ইকুয়েডর সম্পর্কে বাড়তি সমীহ তাঁর কণ্ঠে।
প্যাসাডেনার রোজ বোলে লড়াই শুরু করার আগে বার্তা সংস্থা এএফপির কাছে ইকুয়েডরকে নিয়ে দুঙ্গার মূল্যায়ন, ‘ইকুয়েডর দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। দলটা ভীষণ দ্রুত আর শক্তিশালী। সম্মিলিতভাবে কীভাবে খেলতে হয় দলটা তা ভালোভাবেই জানে।’
দুঙ্গা অবশ্য বেশ কয়েকজন তারকাকে ছাড়াই যুক্তরাষ্ট্রে গেছেন। রিও অলিম্পিকের জন্য দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে বিশ্রাম দিয়েছেন ব্রাজিল কোচ। দুই অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ও দাভিদ লুইজ আর মিডফিল্ডার অস্কারকেও দলে রাখেননি তিনি। চোটের কারণেও কয়েকজন খেলতে পারছেন না টুর্নামেন্টে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য বায়ার্ন মিউনিখ তারকা দগলাস কস্তা।
তারকাদের অনুপস্থিতি ছাড়াও তীব্র গরম অসুবিধায় ফেলতে পারে ব্রাজিলকে। ক্যালিফোর্নিয়ায় এখন গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দুঙ্গা অবশ্য কোনো সমস্যা নিয়েই মাথা ঘামাতে রাজি নন, ‘ইকুয়েডরে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে খেলা সব সময়ই কঠিন। তবে এটা ভিন্ন ধরনের খেলা হবে। কারণ ভীষণ গরমে খেলতে হবে আমাদের। আমাদের বেশির ভাগ খেলোয়াড় দীর্ঘ মৌসুম শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছে। আমার মনে হয় বলের দখল যাদের বেশি থাকবে, তারাই ভালো করবে।’