তোপবিদ্ধ গোলরক্ষকের পাশে দুঙ্গা
ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে গোলরক্ষকের মারাত্মক ভুল নিয়ে ঝড় উঠেছে ব্রাজিলজুড়ে। গোলরক্ষক অ্যালিসন রীতিমতো সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন স্বদেশে। অনেকের দাবি, কোপা আমেরিকায় পরের ম্যাচেই বাদ দেওয়া হোক অ্যালিসনকে। তবে তোপের মুখে থাকা গোলরক্ষকের পাশেই দাঁড়িয়েছেন দুঙ্গা। ব্রাজিল কোচের মতে, একটা ভুলের জন্য কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়।
গত রোববার ইকুয়েডরের মিলার বোলানোসের ক্রস অ্যালিসনের হাত ফসকে পোস্টে ঢুকে গেলেও বেঁচে গিয়েছিল ব্রাজিল। ক্রস করার আগে বল মাঠের বাইরে চলে যাওয়ার যুক্তি দেখিয়ে গোলটা বাতিল করে দিয়েছিলেন রেফারি। যদিও টিভি রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়নি বল মাঠের বাইরে ছিল না ভেতরে। শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্যভাবে।
৬৬ মিনিটে গোলটা হলে ব্রাজিল সেদিন এক পয়েন্ট পেত কি না, বলা মুশকিল। পুরো ম্যাচে অনুজ্জ্বল দুঙ্গার শিষ্যরা গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে ওই ভুলের কারণে সবচেয়ে বেশি সমালোচনা সইতে হচ্ছে কয়েক দিন আগে ইতালিয়ান ক্লাব রোমাতে যোগ দেওয়া অ্যালিসনকে।
দুঙ্গা অবশ্য দলের এক নম্বর গোলরক্ষকের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলের দ্বিতীয় প্রতিপক্ষ হাইতি। এই ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচের মন্তব্য, ‘দলের কোচ হিসেবে, নেতা হিসেবে খেলোয়াড়দের ওপরে আমাকে আস্থা রাখতেই হবে। ভুল তো খেলারই অংশ। কোনো ভুল না হলে কেউ তো জিততেই পারবে না।’
দুঙ্গা এখন তাকিয়ে দলের অন্যতম সেরা ডিফেন্ডার মিরান্দার দিকে। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি মিরান্দা। হাইতির বিপক্ষেও তাঁর মাঠে নামা নিশ্চিত নয়। ব্রাজিল কোচ অবশ্য আশা ছেড়ে দিতে রাজি নন, ‘সে প্রশিক্ষণ শুরু করেছে। দ্বিতীয় ম্যাচের আগে সে সেরে উঠতে পারে কি না তা আমরা দেখছি।’