ব্রাজিল অলিম্পিক দলের দায়িত্বেও দুঙ্গা
গত বছর ঘরের মাঠের বিশ্বকাপ চরম হতাশায় কেটেছিল ব্রাজিলের। সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোলে উড়ে যাওয়ার লজ্জায় পড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী বছর ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেইরোতে বসবে অলিম্পিকের আসর। দেশের মাটিতে প্রথম অলিম্পিকে সাফল্য পেতে মরিয়া ‘সেলেসাও’ নামে পরিচিত ব্রাজিলের ফুটবল দল। তাই জাতীয় দলের কোচ দুঙ্গাকে অলিম্পিক দলের দায়িত্বও দেওয়া হয়েছে।
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের কোচ ছিলেন আলেসান্দ্রে গালো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-২০ দলের কোচ করা হয়েছে মারিও রোজারিও রেইস মিকালিকে। আর অলিম্পিক দলের কোচের দায়িত্ব থাকছে দুঙ্গার কাঁধে।
বিশ্বকাপের পর লুইস ফেলিপে স্কলারিকে বরখাস্ত করে দুঙ্গাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেয় সিবিএফ। দ্বিতীয় দফা ‘সেলেসাও’দের দায়িত্ব নিয়ে শতভাগ সাফল্য পেয়েছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে আটটি ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি।
ফুটবলের অন্য সব গুরুত্বপূর্ণ শিরোপা জিতলেও অলিম্পিকের সোনা এখনো অধরা ব্রাজিলের। ঘরের মাঠে দুঙ্গার সামনে তাই কঠিন পরীক্ষা।