ব্রাজিল অলিম্পিক দলের কোচ মিকালে
আগামী আগস্টে রিও ডি জেনিরোতে বসছে পরবর্তী অলিম্পিক গেমস। এই গেমসে ব্রাজিল অলিম্পিক দলের কোচের দায়িত্ব পালন করবেন রজেরিও মিকালে। তিনি বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। নিজেদের মাটিতে অলিম্পিক গেমসকে সামনে রেখে এবার তাঁকে বাড়তি আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের ওয়েবসাইটে অলিম্পিকে মিকালেকে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর বরখাস্ত করা হয়েছে জাতীয় দলের কোচ কার্লোস দুঙ্গাকে। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের সফল কোচ টিটেই যে দুঙ্গার ছেড়ে যাওয়া আসনে বসতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত। অবশ্য টিটেকে নতুন কোচ করার ঘোষণা এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।
তবে তিনিই যে ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, তা নিশ্চিত করে দিয়েছেন করিন্থিয়ান্সের সভাপতি আন্দ্রাদে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রফেসর টিটে এখন আর করিন্থিয়ান্সের কোচ নন। আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে তিনি দায়িত্বে থাকবেন না।’
জাতীয় পর্যায়ে কখনোই কোনো দলের কোচের দায়িত্ব পালন করেননি টিটে। কিন্তু ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তিনি খুবই জনপ্রিয়। করিন্থিয়ান্স বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে টিটের তত্ত্বাবধানে। ২০১১ ও ২০১৫ সালে জিতেছে ব্রাজিলিয়ান লিগ শিরোপা। ২০১২ সালে লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেসের শিরোপাও উঠেছে করিন্থিয়ান্সের ট্রফি কেসে। সে বছর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছিল করিন্থিয়ান্স।