হাঙ্গেরিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম
ফিফা র্যাংকিংয়ে দুই নম্বরে থাকলেও বিশ্ব ফুটবলে বেলজিয়াম ঠিক অতটা শক্তিশালী দল নয়। অন্যদিকে দীর্ঘ দিন পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়ে গ্রুপ পর্বে শুধু ভালোই খেলেনি, গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছিল হাঙ্গেরি। ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোলোতে তাই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল দুদল। তবে ফলাফল হয়েছে একপেশে। হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেলজিয়াম। আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ানদের প্রতিপক্ষ ওয়েলস।
ফ্রান্সের তুলুজের স্টেডিয়াম মিউনিসিপ্যালে বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলের সামনে আত্মসমর্পণে বাধ্য হয়েছে হাঙ্গেরি। দুই তারকা এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত বোঝাপড়া বেলজিয়ানদের বিশাল জয়ের অন্যতম কারণ।
দশম মিনিটে ম্যাচের প্রথম গোলের নির্মাতা ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের দুর্দান্ত ফ্রিকিক থেকে হেড করে বেলজিয়ামকে এগিয়ে দিয়েছেন টোবি অল্ডারওয়েল্ড। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি বিজয়ী দল।
৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুই গোল করে হাঙ্গেরিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বেলজিয়াম। প্রথমে বাঁ দিক থেকে আসা হ্যাজার্ডের ক্রস জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন মিচি বাতসুয়াই। পরের মিনিটে অসাধারণ এক গোল করে স্কোরলাইন ৩-০ করেছেন চেলসি তারকা হ্যাজার্ড। শেষ মুহূর্তে ইয়ানিক কারাস্কোর লক্ষ্যভেদ বিশাল জয়ের আনন্দে ভাসিয়ে দিয়েছে বেলজিয়ানদের।