বিপিএলের স্পন্সর জজ ভূঁইয়া গ্রুপ
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের টাইটেল স্পন্সর হয়েছে জজ ভূঁইয়া গ্রুপ। আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে এই ঘোষণা দিয়েছে বাফুফে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চুক্ত সই হয়েছে।
চার কোটি টাকায় সাইফ গ্লোবাল স্পোর্টস বাফুফের কাছ থেকে বিপিএলের স্বত্ব কিনে নিয়েছে। এবার তারা টাইটেল স্পন্সর হিসেবে জজ ভূঁইয়া গ্রুপকে বেছে নিয়েছে।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘বিপিএলের স্পন্সর হিসেবে জজ ভূঁইয়া গ্রুপ এগিয়ে আসায় আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ফুটবলের উন্নয়নে ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।’
সাইফ গ্লোবাল স্পোর্টসের স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন বলেন, ‘ফুটবল শুধু খেলাই নয়, এটি বিশ্বের বৃহৎ বাণিজ্যিক পণ্যও বটে। মাঠে এবং মাঠের বাইরে এর বিপণন করতে না পারলে পিছিয়ে পড়বে। সবার সহযোগিতা নিয়ে দেশের ফুটবল এগিয়ে নিতে চাই আমরা।’
বিপিএলের স্পন্সর জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান ভূঁইয়া বলেন, ‘ফুটবলকে আরো আকর্ষণীয় করতে এবং জনপ্রিয় করতেই আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতেও আমরা ফুটবলের সঙ্গে থাকব।’