টাইব্রেকারে জিতে শেষ চারে পর্তুগাল
ক্রিস্টিয়ানো রোনালদো তেমন ভালো খেলতে পারেননি। কিন্তু তাঁর দল সফল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। বৃহস্পতিবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে রোনালদোর দল টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
মার্সেইয়ের স্তাদে ভেলোদ্রোমে ম্যাচের শুরুতেই চমক। দ্বিতীয় মিনিটেই কামিল গ্রসিচকির পাস থেকে পোল্যান্ডকে এগিয়ে দিয়েছেন রবার্ত লেভানদভস্কি। এবারের ইউরোতে পোল্যান্ডের সবচেয়ে বড় তারকার এটাই প্রথম গোল।
পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছে পর্তুগাল। পোলিশরাও অবশ্য আক্রমণে পিছপা হয়নি। তবে পর্তুগিজদের আক্রমণগুলো ছিল বেশি ধারালো। ৩১ মিনিটে রোনালদোকে পোল্যান্ডের মিখাল পাজদান বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন। কিন্তু পর্তুগালের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।
দুই মিনিট পরই অবশ্য পর্তুগিজদের হতাশা দূর করে দিয়েছে দুর্দান্ত গোল। নানির সঙ্গে ওয়ান-টু খেলে জোরালো শটে খেলায় সমতা এনেছেন রেনাতো সানচেজ। পর্তুগালের জার্সি গায়ে এটাই সানচেজের প্রথম গোল।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে উপভোগ্য লড়াই হলেও নির্ধারিত ৯০ মিনিটে আর গোল হয়নি। ইউরোতে রেকর্ড ১৯তম ম্যাচ খেলতে নামা রোনালদোর ওপরে অনেক আশা করেছিল পর্তুগাল। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নামের প্রতি সুবিচার করতে পারেননি।
নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি পোল্যান্ড ও পর্তুগাল। দুদলকে তাই দাঁড়াতে হয়েছে টাইব্রেকারের লটারির সামনে।
কয়েক দিন আগে বিশেষ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে প্রথম শট নিতে গিয়ে ক্রসবার উঁচিয়ে মেরেছিলেন লিওনেল মেসি। রোনালদো কিন্তু তেমন ভুল করেননি। পর্তুগালের পক্ষে প্রথম শট নিয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন জালে। লেভানদভস্কিও প্রথম শট নিয়ে হাসি ফুটিয়েছেন পোলিশদের মুখে।
দুদলই গোল করে সমানতালে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পোল্যান্ডের পক্ষে চতুর্থ শট নিতে আসা ইয়াকুব বোয়াস্তোকভস্কি ব্যর্থ হলে পর্তুগালের সামনে এসে যায় জয়ের সুযোগ। রিকার্দো কুয়ারেসমা পোলিশদের জালে বল পাঠিয়ে স্মরণীয় জয় এনে দেন দলকে।
কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে টানা ১১টি ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ১১ ম্যাচের আটটিতেই জিতেছিল পর্তুগিজরা, ড্র করেছিল বাকি তিনটি। কোয়ার্টার ফাইনালেও পর্তুগিজদের অপরাজিত থাকার গৌরব অটুট থাকল।
গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটা পর্তুগাল-পোল্যান্ডের তৃতীয় আর ইউরোতে প্রথম লড়াই। আগের দুটি ম্যাচ হয়েছিল বিশ্বকাপে। ১৯৮৬-তে পোল্যান্ড ১-০ গোলে জিতলেও ২০০২ সালে পর্তুগাল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল পোলিশদের।