সরে দাঁড়ালেন দেল বস্ক
শেষ ষোলোর লড়াইয়ে আইসল্যান্ডের কাছে হেরে বিদায়ের পরপরই বিদায় বলে দিয়েছিলেন ইংল্যান্ডের কোচ রয় হজসন। এবার স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কও হেঁটেছেন একই পথে। ইতালির বিপক্ষে ২-০ গোলে হেরে ইউরো কাপ মিশন শেষ করার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
২০০৮ সালে স্পেনকে দ্বিতীয়বারের মতো ইউরো কাপ জিতিয়ে বিদায় নিয়েছিলেন স্পেনের কিংবদন্তি কোচ লুইস অ্যারাগোনেস। নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দেল বস্ক। তাঁর তত্ত্বাবধানে স্প্যানিশ ফুটবল হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। ২০১০ সালের বিশ্বকাপের পর ২০১২ সালে আবার জিতেছিল ইউরো কাপ শিরোপা। টানা দুটি ইউরো কাপ ও মাঝে বিশ্বকাপ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছিল স্পেন। কিন্তু ২০১৪ সালের বিশ্বকাপ থেকেই শুরু হয় স্পেনের উল্টোযাত্রা। সেবার তারা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। সফল হতে পারেনি এবারের ইউরো কাপেও। বিদায় নিয়েছে শেষ ষোলোর লড়াই থেকে। আর দেল বস্কের বিদায়ের মধ্য দিয়ে যেন আনুষ্ঠানিকভাবেই ঘোষণা হয়ে গেল স্পেনের স্বর্ণালি যুগের সমাপ্তি। গত বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেল বস্ক বলেছেন, ‘স্পেনের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এই সিদ্ধান্তটা আমি আগেই নিয়ে রেখেছিলাম। আমার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ জুলাই। এরপর আমি ফুটবল থেকে অবসর নেব।’
২০১৪ সালের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল স্পেনের। এবারের ইউরো কাপে অবশ্য শুরুটা ভালোভাবেই করেছিল দেল বস্কের শিষ্যরা। জিতেছিল প্রথম দুটি ম্যাচ। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হারের পর নকআউট পর্বের কঠিন পথে চলে যায় স্প্যানিশরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারলে স্পেনকে পড়তে হতো না শক্তিশালী ইতালির সামনে। সেমিফাইনাল পর্যন্ত তারা খেলতে পারত তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে। তবে ইউরো কাপের ফলাফল যা-ই হোক না কেন, বিদায় নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন দেল বস্ক, ‘ইউরো চ্যাম্পিয়নশিপের ফলাফল যেমনই হোক, ভবিষ্যৎ নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। এই সিদ্ধান্তটা আমি আগেই নিয়ে রেখেছিলাম।’
দেল বস্কের বিদায়ের পর নতুন কোচ কে হতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার সাবেক কোচ জোয়াকিন কাপারোস ও গ্রানাডার বর্তমান কোচ পাকো হেমেজ।