আনুশকা-কাণ্ডে সমালোচকদের একহাত কোহলির
বিশ্বকাপের সেমিফাইনালে এক রানে আউট হয়ে কম যন্ত্রণায় পড়তে হয়নি বিরাট কোহলিকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে সেদিন ছিলেন কোহলির প্রেমিকা বলিউড তারকা আনুশকা শর্মা।ভারত অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে যাওয়ার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দুজনকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের ঝড় উঠেছিল। এতদিন এ নিয়ে মুখ খোলেননি কোহলি। তবে শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক প্রচারণামূলক অনুষ্ঠানে নিজেকে সামলে রাখতে পারেননি ভারতের ব্যাটিং-তারকা। সেই সব সমালোচককেই উল্টো সমালোচনার তীরে বিদ্ধ করেছেন।
‘একজন মানুষ হিসেবে বলতে চাই, আমি ভীষণ আহত হয়েছি। যারা আমাদের নিয়ে আজেবাজে কথা বলেছে এবং যে ভঙ্গিতে বলেছে, তাদের নিজেদের নিয়েই লজ্জিত হওয়া উচিত। এ ঘটনায় ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ।’—বক্তব্যের শুরুটা এভাবেই করেছেন কোহলি। এরপর জাতীয় দলে নিজের অবদানের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে ভারতের নতুন টেস্ট অধিনায়ক বলেছেন, ‘গত পাঁচ বছরে আমিই সবচেয়ে বেশি ম্যাচে ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছি। ধারাবাহিকভাবেও আমি অন্য যে কারো চেয়ে বেশি ম্যাচ খেলেছি। আমার তো মনে হয় না এই সময়ে আমার চেয়ে আর কেউ ভালো খেলেছে।’
তবে এই নেতিবাচক ঘটনার একটা ভালো দিকও দেখতে পাচ্ছেন কোহলি। তাঁর মতে, ‘মাত্র একটা ম্যাচ খারাপ খেলার কারণে এমন প্রতিক্রিয়া আমার জন্য ভীষণ হতাশাজনক। এমন ঘটনায় যে কেউ মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। অবশ্য এর একটা ভালো দিকও আছে। আপনি বুঝতে পারবেন কে আপনার সঙ্গে আছে আর কে নেই।’