শনিবার মাশরাফি-মুশফিকদের সংবর্ধনা
সফল বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার নিজ জেলায় সংবর্ধনা পেয়েছেন। এবার পুরো দলকে একসাথে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। আইপিএলে খেলতে ভারতে থাকায় এই অনুষ্ঠানে সাকিব আল হাসান অংশ নিতে পারবেন না।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘সংবর্ধনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। দুপুর আড়াইটায় ব্যান্ডসংগীতের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে।’
নির্দিষ্ট কিছু জায়গায় অতিথি ও ক্রিকেটারদের পরিবারের সদস্য ছাড়া সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না বলেও জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, অর্থহীনসহ কয়েকটি ব্যান্ড।
শুক্রবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মাশরাফিদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটার আশঙ্কায় এই অনুষ্ঠান স্থগিত করার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
এর আগে সৌম্য সরকারকে সাতক্ষীরায়, মুশফিকুর রহিমকে বগুড়ায়, মাশরাফি বিন মুর্তজাকে নড়াইলে ও মাহমুদউল্লাহকে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হয়েছে।