অবশেষে অলিম্পিকে মেজবাহ-শিরিন
অ্যাথলেটিকসে বাংলাদেশ ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে কয়েকদিন ধরেই শঙ্কা ছিল। অ্যাথলেটিকস ফেডারেশনও আশা ছেড়ে দিয়েছিল। তাই অনেকেই ভেবে বসে ছিলেন, ১৯৮৪ সালের পর এবারই প্রথম রিও অলিম্পিকের অ্যাথলেটিকসে অংশ নিতে পারবে না বাংলাদেশ।
শেষপর্যন্ত সবার সব শঙ্ক দূর হয়েছে। অ্যাথলেটিকসে আরো দুটি ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। তাই দেশের দুই দ্রুততম মানব-মানবী মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার অবশেষে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার জানান, ‘গতকাল সোমবার রাতে অ্যাথলেটিকসে দুটি ওয়াইল্ড কার্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। তাই এই গেমসে আরো দুজন ক্রীড়াবিদ পাঠানোর সুযোগ পেয়েছি আমরা।’
আরো দুটি ওয়াইল্ড কার্ড পাওয়ায় গেমসে বাংলাদেশের বহরও বড় হচ্ছে। তাই এবারের অলিম্পিক গেমসে বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বাকি পাঁচজন ক্রীড়াবিদের মধ্যে গলফার সিদ্দিকুর রহমান সরাসরি অংশ নেবেন। এ ছাড়া ওয়াইল্ড কার্ড নিয়ে আরো চারজন আরচ্যারি শ্যামলী রায়, শ্যুটার আবদুল্লাহেল বাকী এবং সাঁতারে মাহফিজুর রহমান ও সনিয়া আক্তার অংশ নেবেন বলে নিশ্চিত করেছে বিওএ।
গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসায় বিওএ এই গলফারের হাতে রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করার দায়িত্ব দিয়েছে।