পগবাকে পেতে রেকর্ড গড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড
২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন পল পগবা। ফরাসি এই মিডফিল্ডার যে তিন-চার বছরের মধ্যেই সেরাদের কাতারে চলে আসবেন, তা হয়তো তখন কল্পনাও করতে পারেননি ম্যানইউর কর্তাব্যক্তিরা। এখন পগবাকে আবার ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনার জন্য ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়তে হচ্ছে ম্যানইউকে। ইংল্যান্ডের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পগবাকে পাওয়ার জন্য ম্যানইউকে খরচ করতে হবে ১০০ মিলিয়ন পাউন্ড।
২০০০ সাল থেকে ট্রান্সফার ফির সব নতুন রেকর্ডই গড়েছিল রিয়াল মাদ্রিদ। বিপুল পরিমাণ অর্থ খরচ করে একে একে দলে ভিড়িয়েছিল লুইস ফিগো, জিনেদিন জিদান, কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে। এবার হয়তো ইউরোপিয়ান ট্রান্সফার ফির নতুন রেকর্ডের পাশে লেখা হবে পগবা ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।
পগবাকে পাওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে খরচ করতে চেয়েছিল ৮৬ মিলিয়ন পাউন্ড। এতেই হয়ে যেত ট্রান্সফার ফির নতুন রেকর্ড। ২০১৩ সালে টটেনহাম থেকে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ খরচ করেছিল ৮৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু ম্যানইউর সেই প্রস্তাবে রাজি হয়নি জুভেন্টাস। গত বুধবার পগবার এজেন্টের সঙ্গে দেখা করে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন ম্যানইউর নির্বাহী সহসভাপতি এড উডওয়ার্ড। চুক্তি সম্পন্ন হলে পগবার সাপ্তাহিক বেতন হবে দুই লাখ ২০ হাজার পাউন্ড। জুভেন্টাস এই প্রস্তাবে রাজি হয়ে যেতে পারে বলেই ধারণা করছে ইংল্যান্ডের গণমাধ্যম।
২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড দিয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পল পগবা। তার আগে দুই বছর ছিলেন ম্যানইউর যুব একাডেমিতে। কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১২ সালে পাড়ি জমিয়েছিলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেখানে টানা চারটি মৌসুম জিতেছেন ইতালিয়ান লিগ শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।