সূচনাতেই শেখ জামালের হোঁচট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ রুখে দিয়েছে তাদের।
রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
ম্যাচের ১৬ মিনিটে নাইজেরীয় ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের গোলে এগিয়ে যায় শেখ জামাল। মিডফিল্ডার রাকিব সরকারের পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এমেকা।
এই ব্যবধানে খেলা যখন শেষ হতে চলছিল, ঠিক তখনই ম্যাচের সমতা নিয়ে আসে আরামবাগ। ম্যাচের ইনজুরি টাইমে মিডফিল্ডার মনসুর আমিনের ক্রসে ছোট বক্সের ওপর থেকে ভলি শটে আরামবাগকে সমতায় ফেরান ফরোয়ার্ড মোহাম্মদ আবদুল্লাহ।
ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের দুজন খেলোয়াড় লাল কার্ড পান। শেখ জামালের এমেকা ডার্লিংটন ও আরামবাগের নাইজেরীয় ডিফেন্ডার ইসা ইউসুফ বাদানুবাদে জড়িয়ে পড়লে রেফারি দুজনকেই ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ম্যাচে দুজনেরই এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় তা লালকার্ডে পরিণত হয়।