রাসেল-ঝড়ে ক্যারিবীয়দের নাটকীয় জয়
টানা তিন ম্যাচ হেরে যাওয়ার পর চতুর্থ ওয়ানডেতে নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার আন্দ্রে রাসেলের অপরাজিত ৬৪ রানের অসাধারণ ইনিংসের সুবাদে ক্যারিবীয়রা এক উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। রাসেল-ঝড় ম্লান করে দিয়েছে ডেভিড মিলারের প্রথম ওয়ানডে শতক।
অবশ্য এই ফল সিরিজ নির্ধারণে কোনো প্রভাব ফেলছে না। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলা দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৪ রানে পাঁচ উইকেট হারিয়ে আরেকটি পরাজয়ের শঙ্কায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ উইকেটে মারলন স্যামুয়েলস (৬৮) ও ড্যারেন স্যামি (৫১) ৯৩ রানের জুটি গড়লেও আস্কিং রান রেট বাড়ছিল দ্রুতগতিতে। ৩৭তম ওভারে স্যামি ও ৪০তম ওভারে স্যামুয়েলসের বিদায় বিপদ বাড়িয়ে দেয় আরো।
তবে রাসেলকে থামাতে পারেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। ব্যাট হাতে ঝড় তুলে নয় বল হাতে রেখে দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরেছেন এই অলরাউন্ডার। পাঁচটি করে চার-ছক্কা সমৃদ্ধ ৪০ বলের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বল হাতে এবি ডি ভিলিয়ার্সের মূল্যবান উইকেট ম্যাচ-সেরার পুরস্কারও এনে দিয়েছে রাসেলকে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭৬ রানে চার উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাও অস্বস্তিতে পড়ে যায়। তবে এরপর মিলারের দুর্দান্ত ব্যাটিং ভালো সংগ্রহ এনে দেয় দলকে। ১৩৩ বলে ১৩০ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটসম্যানের চমৎকার ইনিংস গড়ে উঠেছে ১১টি চার ও তিনটি ছক্কায়। পঞ্চম উইকেটে মিলারের সঙ্গে ৯০ রানের জুটি গড়া জেপি ডুমিনিও (৪৩) দলকে আড়াই শর ওপরে নিয়ে যেতে ভালো অবদান রাখেন।
আগামী বুধবার (২৮ জানুয়ারি) সেঞ্চুরিয়ানে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।