রেকর্ড গড়ে নাপোলি থেকে জুভেন্টাসে হিগুয়াইন
গত মৌসুমে নাপোলির জার্সি গায়ে গনজালো হিগুয়াইন করেছিলেন ৩৬ গোল। ইতালিয়ান লিগের এক মৌসুমে এটিই সবচেয়ে বেশি গোলের রেকর্ড। হিগুয়াইনের দুর্দান্ত নৈপুণ্যের সুবাদে ১৯৯০ সালের পর নাপোলিও চলে গিয়েছিল শিরোপা জয়ের কাছাকাছি। হিগুয়াইনের দিকে তাকিয়েই নতুন করে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন নাপোলির সমর্থকরা। কিন্তু এবারের মৌসুমের শুরুতেই নাপোলি ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। হিগুয়াইনকে দলে ভেড়ানোর জন্য ইতালির ট্রান্সফার ফির নতুন রেকর্ডই গড়তে হয়েছে জুভেন্টাসকে।
২০১৩ সালে ৩৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে এসেছিলেন হিগুয়াইন। আর নাপোলি থেকে পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে গেছেন ৭৫.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। ইতালিতে এটাই সবচেয়ে বেশি ট্রান্সফার ফির নতুন রেকর্ড। এর চেয়ে বেশি অর্থ খরচ করে খেলোয়াড় কেনার রেকর্ড ইউরোপিয়ান ফুটবলেই দেখা গেছে মাত্র দুবার। গ্যারেথ বেল (৮৫ মিলিয়ন পাউন্ড) ও ক্রিস্টিয়ানো রোনালদোকে (৮০ মিলিয়ন পাউন্ড) দলে ভেড়ানোর জন্য এর চেয়ে বেশি অর্থ খরচ করেছিল রিয়াল মাদ্রিদ।
২০০৫ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের জার্সি গায়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন হিগুয়াইন। দুই বছর পরেই যোগ দেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের হয়ে জিতেছেন তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা। নাপোলিতে তিন মৌসুম খেলে অবশ্য খুব বেশি সাফল্য পাননি আর্জেন্টাইন এই তারকা। ২০১৩-১৪ মৌসুমে শুধু জিততে পেরেছেন ইতালিয়ান কাপ শিরোপা।