আবারো অঘটনের শিকার শেখ রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আবারো অঘটনের শিকার হয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরনো ঢাকার দল রহমতগঞ্জ এমআরএফের কাছে ২-০ গোলে হেরেছে তারা।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে রহমতগঞ্জকে। ম্যাচের ৭৬ মিনিটে কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর ক্রসে মিডফিল্ডার মাহবুব হাসান নয়ন কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে শেখ রাসেলকে হতাশায় ডোবান রহমতগঞ্জ মিডফিল্ডার মোহাম্মদ আলাউদ্দিন। বক্সের প্রায় ২০ গজ দূর থেকে চমৎকার শটে শেখ রাসেল গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে পরাস্ত করেন তিনি।
আসরে শেখ রাসেলের এটি টানা দ্বিতীয় পরাজয়। এর আগে প্রথম ম্যাচে তারা উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরেছিল।
রহমতগঞ্জ প্রথম ম্যাচে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে রুখে দিয়েছিল। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।