বার্সেলোনার জয়ে নিষ্প্রভ মেসি
স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে খেলারই কথা ছিল না লিওনেল মেসির। তবে ছুটি শেষ করে আগেভাগেই বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ায় শেষ পর্যন্ত নেমেই গিয়েছিলেন মাঠে। মৌসুমের প্রথম ম্যাচে অবশ্য স্বরূপে দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। ৪৫ মিনিট মাঠে থেকে পাননি কোনো গোলের দেখা। তাতে অবশ্য বার্সেলোনার জয় আটকায়নি। সেল্টিককে সহজেই ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।
ম্যাচের শুরুতেই বেশ কয়েকবার বার্সেলোনার রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছিলেন সেল্টিকের ফরোয়ার্ডরা। বিশেষভাবে নজর কেড়েছেন প্যাট্রিক রবার্টস। ১৩ সেকেন্ডের মাথায় গোলের দেখা প্রায় পেয়েও গিয়েছিলেন ইংল্যান্ডের তরুণ এই ফুটবলার। কিন্তু তাঁর বাঁকানো শট চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। ম্যাচের প্রথম গোলটি আসে বার্সেলোনার কাছ থেকেই। ১১ মিনিটের মাথায় কাতালানদের এগিয়ে দেন আর্দা তুরান। খুব বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি বার্সা। ২৯ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান সেল্টিকের ফরোয়ার্ড লেই গ্রিফিথ।
দুই মিনিট পরে সেল্টিক আরেকটি গোল হজম করে রক্ষণভাগের মারাত্মক ভুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডিফেন্ডার ইফে অ্যামব্রোস। ৪১ মিনিটে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন মুনির আল হাদ্দাদি। লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল হয়নি তরুণ এই স্প্যানিশ ফুটবলারের। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় বার্সা কোচ খেলিয়েছেন লা মেসিয়া থেকে উঠে আসা তরুণ ফুটবলারদের। মেসি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছিলেন মাঠের বাইরে। আর সুয়ারেজ, সার্জিও রবার্তো, জেরেমি ম্যাথিউ, আর্দা তুরান মাঠ ছেড়েছিলেন ৬১ মিনিটের মাথায়।
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা খেলবে আরো তিনটি প্রীতি ম্যাচ। ৩ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী লিস্টার সিটির বিপক্ষে মাঠে নামবেন মেসি-সুয়ারেজরা।