ফুটবলে পৃষ্ঠপোষকদের আগ্রহ বাড়ছে
অর্থ সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক পরিকল্পনার বাস্তবায়ন করতে পারে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সমস্যা তাদের দীর্ঘদিনের। সভাপতি পদে কাজী সালাউদ্দিন তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর থেকেই যেন ফুটবলে স্পন্সরদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
এই কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের জন্য জজ ভূঁইয়া গ্রুপের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করেছে বাফুফে। এবার জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসছে তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তিনটি হলো তমা গ্রুপ, ম্যাক্স গ্রুপ ও ইমপ্রেস গ্রুপ।
রোববার কাজী সালাউদ্দিনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আলোচনাও হয়েছে। আলোচনা শেষে তাঁরা আগ্রহ দেখিয়েছেন ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার বাস্তবায়ন করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। আপাতত তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি ফুটবলের উন্নয়নে তারা এগিয়ে আসবে।’
ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি বাংলাদেশের ফুটবলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদি সঠিক পরিকল্পনা নিয়ে তার বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে এ দেশের ফুটবল ভবিষ্যতে এগিয়ে যাবে। তাই আমরা নীতিগতভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে আশ্বাস দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়াও, ‘ফুটবলের উন্নয়নে কিছুটা অবদান রাখতে চাই, আর সে কারণেই এখানে আসা। আশা করছি সবার সমন্বিত প্রয়াসে ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে।’