৩৮ বছর বয়সে প্রথম সুযোগ, কিন্তু
ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলছেন দীর্ঘদিন ধরে। তবে স্বদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি কখনো। অনেক অপেক্ষার পর সুযোগ পেয়েছিলেন ৩৮ বছর বয়সে। কিন্তু ফার্নান্দো প্রাসের আনন্দ এখন বিষাদে পরিণত। চোটের কারণে অলিম্পিক দল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন এই গোলরক্ষক।
গত রোববার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ওয়ার্মআপ করছিলেন প্রাস। সেই সময় কনুইয়ে ব্যথা অনুভব করায় ম্যাচটি আর খেলতে পারেননি। এখন জানা গেছে, চোটের কারণে তাঁর অলিম্পিকেই খেলার সম্ভাবনা শেষ।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডান কনুইয়ের চোটের কারণে ফার্নান্দো প্রাসকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় গোলরক্ষক ওয়েভারটনকে নিয়েছেন অলিম্পিক দলের কোচ রজারিও মিকালে।’
গত ৯ জুলাই ৩৮ বছর পূর্ণ করার কয়েক দিন আগে অলিম্পিক দলে সুযোগ পাওয়ার সুসংবাদ শুনেছিলেন প্রাস। অনেক আশা ছিল ঘরের মাঠে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। কিন্তু তাঁর আশা এখন হতাশায় পরিণত।
অলিম্পিক ফুটবলে ২৩ বছরের বেশি বয়সী সর্বোচ্চ তিনজনকে রাখতে পারে একটি দল। ব্রাজিলের অধিনায়ক নেইমার ও মিডফিল্ডার রেনাতো অগুস্তো ছাড়া প্রাসো ছিলেন এই দলে। প্রাসোর জায়গায় সুযোগ পাওয়া ওয়েভারটনের বয়স ২৮ বছর।
অলিম্পিকের ‘এ’ গ্রুপে ইরাক, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ব্রাজিল। ৪ আগস্ট নেইমারদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।