বাংলাদেশকে নিয়ে কালপাগের উচ্ছ্বাস
এক সময় যে পাকিস্তান ‘অপরাজেয়’ হয়ে উঠেছিল প্রথম দুই ওয়ানডেতে তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৭৯ রান ও ৭ উইকেটের সহজ জয়ে বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার হাতছানি। সেজন্য বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরেকটি জয় চাই। মাশরাফি-সাকিব-মুশফিকদের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রুয়ান কালপাগে। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের লক্ষ্য, সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে র্যাঙ্কিংয়ে আরো উন্নতি করা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে কালপাগে বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো খেলেছে। আর তারই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে। আশা করি বাংলাদেশ শেষ ম্যাচও জিতবে। গত দুই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ করেছে ছেলেরা। শেষ ম্যাচেও তারা ভালো করবে বলে আমার বিশ্বাস। আর এভাবে জিততে থাকলে ধীরে-ধীরে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে।‘
বাংলাদেশের উন্নতি নিয়ে আনন্দিত কালপাগে। শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার বলেন, ‘এই সিরিজে দল হিসেবে বাংলাদেশ খুব ভালো খেলছে। আমাদের উন্নতি চোখে পড়ার মতো। দলের এমন উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে।‘
তৃতীয় ওয়ানডেতে দল অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা জানিয়ে কালপাগে বলেন, ‘প্রথম ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেরার পর দ্বিতীয় ম্যাচে আরো ভালো খেলেছে। তাই উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নই আমি।’
বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাঈদ আজমল প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি। বুধবার পাকিস্তানের তারকা অফস্পিনার বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে কালপাগে বলেন, ‘অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভালো করা বেশ কঠিন। তবে সাঈদ আজমল ভালো বোলার। ভালো বল করার সামর্থ্যও আছে তাঁর।’