শেষ ম্যাচেও জয়ের আশা খালেদ মাসুদের
১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন দিনের সূচনা করেছিল বাংলাদেশের ক্রিকেট, এগিয়ে গিয়েছিল টেস্ট মর্যাদার পথে। কিন্তু এরপর পাকিস্তানকে আর হারাতে পারেনি। দীর্ঘ ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মাশরাফি-সাকিব-মুশফিক-তামিমরা সিরিজ জয়ের আনন্দে ভাসিয়ে দিয়েছেন দেশের মানুষকে। টানা দুই ম্যাচ জিতে নেওয়া বাংলাদেশ দল এখন প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার দুর্দান্ত অর্জনের সামনে দাঁড়িয়ে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান-বধের অন্যতম ‘সেনানী’, জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদও সেই অর্জনের স্বপ্নে বিভোর।
প্রথম ম্যাচে ৭৯ রানের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে সাত উইকেটে। তৃতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের হয়ে ৪৪টি টেস্ট ও ১২৬টি ওয়ানডে খেলা মাসুদ। সাবেক এই উইকেটরক্ষক বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আমাদের ক্রিকেটের একটা বড় অর্জন। আশা করি বাংলাদেশ তাদের হোয়াইটওয়াশও করতে পারবে। এই সিরিজে বাংলাদেশ তিনটি ম্যাচই জিততে পারলে সেটা হবে অসাধারণ অর্জন।’
প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সহজে জিতলেও মাসুদের অভিমত, ‘দেখে হয়তো মনে হচ্ছে বাংলাদেশ সহজেই জিতে গেছে। তবে ব্যাপারটা এত সহজ নয়, অনেক কঠিন। অবশ্য এটা ঠিক যে আমরা খুব ভালো খেলছি।’
পাকিস্তান দল ঢাকায় পা রাখার আগেই বাংলাদেশকে ‘ফেবারিট’ ঘোষণা করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মতো মাসুদেরও বিশ্বাস, পাকিস্তানের এই দলের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘পাকিস্তানের নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন বড় নয়। কয়েক জনের তো এই সিরিজেই অভিষেক হলো। অভিজ্ঞতার কথা বিবেচনা করা হলে আমরা তাদের চেয়ে অনেক পরিণত। মুশফিক, মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা এখন অনেক অভিজ্ঞ। অভিজ্ঞতায় আমরা পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি।’