হারের বৃত্তে আটকে রইল শেখ রাসেল
হার যেন পিছুই ছাড়ছে না শেখ রাসেল ক্রীড়া চক্রের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এবার তারা হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। আসরের ষষ্ঠ ম্যাচে এ নিয়ে পঞ্চম পরজায় তাদের।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম ম্যাচে শেখ রাসেল হেরেছে ২-০ গোলে। এই হারে সাবেক চ্যাম্পিয়ন দলটি ছয় ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুক্তিযোদ্ধা।
ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ফরোয়ার্ড তৌহিদুল আলমের বাঁ পায়ের দুর্দান্ত একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডার মিন্টু শেখের পায়ে লেগে বল আশ্রয় নেয় জালে।
২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মুক্তিযোদ্ধা। শেখ রাসেল ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগে মুক্তিযোদ্ধা স্ট্রাইকার জাভেদ খান বক্সের ডান প্রান্ত থেকে কোণাকুণি শটে বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি।