দুই মাসের জন্য নিয়োগ পেলেন সেইন্টফিট
বেলজিয়ান কোচ টম সেইন্টফিট গত জুলাই থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে কাজ করে আসছেন। অবশ্য এত দিন চুক্তিবদ্ধ হননি তিনি। দীর্ঘদিন পর হলেও তাঁর সঙ্গে চুক্তি করেছে বাফুফে।
আজ সোমবার বাফুফে দুই মাসের জন্য সেইন্টফিটকে নিয়োগ দিয়েছে। বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়।
এই প্রসঙ্গে বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘ভুটানের বিপক্ষে শুধু জয় নয়, আমরা সেইন্টফিটের কাছ থেকে আরো ভালো কিছু আশা করি। এই সময়ে আমরা তাঁর পারফরম্যান্স দেখব। সব কিছু বিচার বিশ্লেষণ করেই পরবর্তী সময়ে দীর্ঘ মেয়াদে চুক্তির ব্যাপারে চিন্তা করব। আপাতত তাঁর চুক্তির মেয়াদ দুই মাস।’
সেইন্টফিটের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর ভুটানের মাঠে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফের দুটি ম্যাচ।
বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়ে সেইন্টফিট বলেন, ‘বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত। পাশে পেয়েছি পল স্মলির মতো একজন ডিরেক্টর, যার রয়েছে ফুটবল উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা। আমার লক্ষ্য বাংলাদেশকে এএফসি কাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি সে যোগ্যতা বাংলাদেশের আছে। মাঠে তা প্রমাণ করব আমরা।’