এবার জাতীয় দল থেকেই বাদ ক্যাসিয়াস
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি ইকার ক্যাসিয়াস। এবার দল থেকেই বাদ পড়লেন স্পেনের তারকা গোলরক্ষক।
আগামী ১ সেপ্টেম্বর এক প্রীতি ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। চারদিন পর বিশ্বকাপ বাছাইপর্বে তাদের প্রথম প্রতিপক্ষ লিখটেনস্টাইন। আজ এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের নতুন কোচ ইউলেন লোপেতেগি। যেখানে জায়গা হয়নি ক্যাসিয়াসের।
ক্যাসিয়াসের নেতৃত্বে ২০১০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ ও ২০১২ সালের ইউরোতে। স্পেনের তো বটেই, ইউরোপেরও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (১৬৭) খেলার রেকর্ড তাঁর অধিকারে।
তবে অনেক দিন ধরেই ক্যাসিয়াস ছন্দে নেই। রিয়াল মাদ্রিদে এক নম্বর গোলরক্ষকের সম্মান হারিয়ে গত বছর যোগ দিয়েছিলেন পর্তুগালের ক্লাব পোর্তোয়। জাতীয় দলেও তাঁর বদলে দাভিদ দে গেয়ার ওপরেই আস্থা রেখেছিলেন সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক। ইউরোতে ক্যাসিয়াসের তাই এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ হয়নি।
ইউরো ব্যর্থতার পর স্পেনের দায়িত্ব পেয়েছেন লোপেতেগি। আর নতুন কোচ এসে দল থেকেই বাদ দিয়েছেন ক্যাসিয়াসকে। আজ সাংবাদিকদের লোপেতেগি বলেছেন, ‘আমি ইকারের সঙ্গে কথা বলেছি। জাতীয় দলের জন্য সে একজন বিশাল খেলোয়াড়। বর্তমানে সে স্পেনের একজন আদর্শ খেলোয়াড়। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি দাভিদ দে গেয়া হবে আমাদের এক নম্বর গোলরক্ষক।’
সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক ক্যাসিয়াসকে অবশ্য বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না লোপেতেগি, ‘বাদ পড়েছে বলে এমন নয় যে ইকারের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা তার পারফরম্যান্স ভালোভাবে লক্ষ করব। আমার মনে হয়েছে যে তার প্রতি আমাদের সৎ থাকা উচিত। সে আমাদের অনেক কাছের একজন মানুষ।’
ক্যাসিয়াস ছাড়াও লোপেতেগির দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস ও ফরোয়ার্ড পেদ্রো। তবে দলে ফিরেছেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা, মিডফিল্ডার হুয়ান মাতা ও ফরোয়ার্ড পাকো আলকাসের।