ছেঁড়া বুট পরেই হ্যাটট্রিক!
ডান পায়ের বুটের ছেঁড়া অংশটা চোখেই পড়েনি রবার্ত লেভানদভস্কির। ওই বুট পরে তিনি পুরো ম্যাচ খেললেন তো বটেই, এমনকি হ্যাটট্রিকও করে ফেললেন! জার্মান বুন্ডেসলিগার উদ্বোধনী ম্যাচে এমন ‘কীর্তি’ গড়েও লেভানদভস্কি কিন্তু নির্বিকার।
শুক্রবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্নের ৬-০ গোলের বিশাল জয়ে লেভানদভস্কিরই সবচেয়ে বড় অবদান। ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় ১৩ মিনিটে নিজের প্রথম গোল করেছেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলের পর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৭৭ মিনিটে, পেনাল্টি থেকে। ২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেওয়ার পর বায়ার্নের জার্সি গায়ে এটা লেভানদভস্কির ৫০তম গোল। গত সপ্তাহে জার্মান কাপের প্রথম রাউন্ডে কার্ল জাইস ইয়েনার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এই পোলিশ স্ট্রাইকার।
তবে এবারের হ্যাটট্রিকের ‘বিশেষত্ব’ অন্যখানে। একে তো লিগের শুরুতে, তার ওপরে ছেঁড়া বুট পরে। ডান পায়ের বুটের ওপরের অংশে যে একটা ফুটা ছিল, তা জানতেনই না লেভানদভস্কি। তিনি নিজে অবশ্য এটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। খেলা শেষে জার্মান সম্প্রচার সংস্থা এআরডিকে তিনি বলেছেন, ‘এটা (ছেঁড়া বুট) আমার ওপরে তেমন প্রভাব ফেলতে পারেনি। খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি এটা লক্ষ্যই করিনি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরেছি বলে আমি খুশি।’
গত মৌসুমে ৩০ গোল করে বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লেভানদভস্কি। এবারো শুরুতেই তাঁর মনে হ্যাটট্রিকের উল্লাস। তা-ও আবার ছেঁড়া বুট পরে!