চেলসিতে ফিরলেন ডেভিড লুইস
চেলসিতে সময়টা ভালোই কাটছিল ডেভিড লুইসের। কিন্তু ২০১৪ সালে হঠাৎ করেই চলে যান ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। সে সময় ডিফেন্ডার হিসেবে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়েছিলেন লুইস। তবে দুই বছর যেতে-না-যেতেই আবার চেলসিতে ফিরে এসেছেন ব্রাজিলের এই তারকা।
২০১১ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে চেলসিতে এসেছিলেন লুইস। শুরুর দিকে বাজে ডিফেন্ডিংয়ের কারণে সমালোচনার মুখে পড়লেও সফল সময়ই কাটিয়েছিলেন চেলসির নীল জার্সি গায়ে। ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও পরের মৌসুমে জিতেছিলেন ইউরোপা লিগ শিরোপা। ২০১১-১২ মৌসুমে চেলসির এফএ কাপ জয়ের পেছনেও মুখ্য ভূমিকা ছিল লুইসের। ২০১৪ সালে ৫৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে দলে ভিড়িয়েছিল ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজি। সেখানেও টানা দুই মৌসুমে লুইস জিতেছেন ফরাসি লিগ শিরোপা।
এবার ৩২ মিলিয়ন পাউন্ড খরচ করে লুইসকে আবার স্টামফোর্ড ব্রিজে ফিরিয়ে এনেছে চেলসি। পুরোনো ক্লাবে ফিরতে পেরে লুইসও বেশ উচ্ছ্বসিত। চেলসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আবার চেলসিতে ফিরতে পেরে আমি খুবই খুশি। প্রথম দফায় আমরা এখানে দারুণ সময় কাটিয়েছি। আর এখন আমি আবার দলকে সাহায্য করতে চাই অনেক সাফল্য অর্জনের জন্য।’
প্রথম দফায় চেলসির জার্সি গায়ে লুইস খেলেছিলেন ১৪৩টি ম্যাচ। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি ১২টি গোলও করেছিলেন ব্রাজিলের এই ডিফেন্ডার।