ইকুয়েডরকে হারাল ব্রাজিল, গোল পেলেন নেইমার
পরিসংখ্যান আর কাগজের হিসাবে ম্যাচের আগে ইকুয়েডর স্বস্তিতেই ছিল। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ৩০টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে তারা। আর ব্রাজিলও বহুদিন ধরে হারাতে পারেনি স্বাগতিক ইকুয়েডরকে।
কিন্তু ওই পরিসংখ্যান আর হিসাব তো আর প্রতিদিন মেলে না, যেখানে নেইমার আছেন দুর্দান্ত ফর্মে। ইকুয়েডরকে ৩-০ গোলে পরাজিত করে চূড়ান্ত পর্বের দিকে আরো এগিয়ে গেল পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিল।
তিনটি গোলের প্রথমটি করেছেন নেইমার। অন্য দুটি করেছেন গ্যাব্রিয়েল জেসাস।
প্রথমার্ধ খেলা গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। এর ১০ মিনিট পর গ্যাব্রিয়েল জেসাস গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন। আর খেলার শেষ মিনিটে আবারও গোল করেন জেসাস।
দিনের অন্য খেলায় ভেনেজুয়েলাকে ২-০ গোলে পরাজিত করেছে কলম্বিয়া। বলিভিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে প্যারাগুয়ে।