তিন ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো
মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটির জন্য দুঃসংবাদ। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার উইন্সটন রিডকে কনুই দিয়ে গুঁতো দেওয়ার অপরাধে এই শাস্তি হয়েছে আগুয়েরোর। এক বিবৃতিতে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সার্জিও আগুয়েরোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এফএ। এই শাস্তি কার্যকর হবে অবিলম্বে। গত রোববার ম্যাচের ৭৬ মিনিটে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের উইন্সটন রিডের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। ঘটনাটা ম্যাচ কর্মকর্তাদের চোখ এড়িয়ে গেলেও ভিডিওতে ধরা পড়েছে।’
আগুয়েরোর নিষেধাজ্ঞার প্রথম ম্যাচটিই ভীষণ গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার সিটির জন্য। আগামী ১০ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের যে ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর লিগে বোর্নমাউথ আর লিগ কাপের তৃতীয় রাউন্ডে সোয়ান্সি সিটির বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।
এ মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছিলেন আগুয়েরো। লিগে তিন ম্যাচে গোল করেছেন দুটি। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকও করেছেন রুমানিয়ার স্তাউয়া বুখারেস্তের বিপক্ষে। যদিও চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি। আগামী মঙ্গলবার ভেনেজুয়েলার বিপক্ষেও খেলতে পারবেন না।