শোয়াইনস্টাইগারের ক্যারিয়ার কি শেষের পথে?
মাত্র দুই বছর আগে জার্মানির হয়ে জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা। জার্মান বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে তাঁর শিরোপা সংখ্যা আটটি। অথচ বাস্তিয়ান শোয়াইনস্টাইগার এখন প্রায় ‘বেকার’। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি যেন থেকেও নেই। দলে সুযোগই পাচ্ছেন না অনেক দিন।
ইউরোপা লিগের জন্য শনিবার ২৭ জনের দল ঘোষণা করেছেন ম্যানইউর কোচ জোসে মরিনিয়ো। এই দলে শোয়াইনস্টাইগারের জায়গা হয়নি। মরিনিয়ো অবশ্য কিছু দিন আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর দলে জায়গা পাওয়া ‘ভীষণ কঠিন হবে শোয়াইনস্টাইগারের জন্য।
গত বছর বায়ার্ন থেকে ম্যানইউতে চলে আসার পর থেকেই শান্তিতে নেই শোয়াইনস্টাইগার। গত মৌসুমে মাত্র ১৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এবার তো এখনো একটি ম্যাচ খেলারও সৌভাগ্য হয়নি এই অভিজ্ঞ মিডফিল্ডারের। এমনকি ম্যানইউর মূল দলের সঙ্গে প্র্যাকটিস করারও সুযোগ পাচ্ছেন না তিনি। প্র্যাকটিস করতে হচ্ছে ‘রিজার্ভ’ দলের খেলোয়াড়দের সঙ্গে।
গত জুলাইয়ে জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন শোয়াইনস্টাইগার। এখন তাই তাঁর ধ্যান-জ্ঞান শুধুই ক্লাবকে ঘিরে। কিন্তু ম্যানইউর কোচ মরিনিয়ো তো তাঁকে সুযোগ দিতেই রাজি নন। ৩২ বছর বয়সেই কি তাহলে শেষ হয়ে যাবে শোয়াইনস্টাইগারের বর্ণিল ক্যারিয়ার?