হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত মামুনুলের
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে পাঁচ গোলে হারের ক্ষত এখনো শুকায়নি। সেই হতাশার মধ্যেই আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুরুত্বপূর্ণ এক ম্যাচে ভুটানের মুখোমুখি হতে হবে বাংলাদেশের ফুটবলারদের। তার আগ দিয়ে কঠোর এক সিদ্ধান্তের কথাই জানালেন অধিনায়ক মামুনুল ইসলাম। আর কখনোই নাকি খেলবেন না জাতীয় দলের হয়ে। আনুষ্ঠানিক এক চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
বাঁ পায়ে চোটের কারণে মালদ্বীপ সফরের দলে ছিলেন না মামুনুল। আশা করেছিলেন যে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন। কিন্তু ভুটান ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পাননি এই মিডফিল্ডার। হয়তো এই হতাশা থেকেই অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের প্রথম রাউন্ডে বাংলাদেশ হেরে গিয়েছিল তাজিকিস্তানের কাছে। সেই হারের কারণেই ভুটানের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্লে-অফ খেলতে হচ্ছে বাংলাদেশকে। দুই লেগের এই রাউন্ডে ভুটানকে হারাতে পারলে বাংলাদেশ জায়গা করে নিতে পারবে তৃতীয় রাউন্ডে।