শেষ ম্যাচেও দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের
প্রথম চারটি ম্যাচ জিতেই ২০১৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে তাতেও জয়ের ক্ষুধা মেটেনি কৃষ্ণা-শামসুন্নাহারদের। শেষ ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
গ্রুপ পর্ব আগে নিশ্চিত হয়ে গেলেও শেষটা জয় দিয়েই করতে চেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আর সেখানে হতাশও হতে হয়নি কৃষ্ণাদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষেও বাংলাদেশ পেয়েছে দাপুটে জয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরব আমিরাতের জালে আরো তিনবার বল জড়িয়েছে বাংলাদেশের মেয়েরা।
আগের চার ম্যাচে ইরানকে ৩-০, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০ ও চায়নিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে ২০১৭ সালের এএফসি চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী বছর চূড়ান্ত পর্বে বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।