জিদানের অকুণ্ঠ প্রশংসায় রোনালদো
জানুয়ারিতে মৌসুমের মাঝপথে যখন কোচের দায়িত্ব নিয়েছিলেন, রিয়াল মাদ্রিদ তখন লিগ শিরোপা লড়াই থেকে বেশ পিছিয়ে। স্প্যানিশ লা লিগায় একটুর জন্য দলকে শিরোপা এনে দিতে পারেননি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল রিয়াল। তবে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের একাদশ শিরোপা উপহার দেওয়ার কৃতিত্ব জিনেদিন জিদানের। ক্রিস্টিয়ানো রোনালদোর দৃঢ় বিশ্বাস, ফরাসি কিংবদন্তির ছোঁয়াতেই বদলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।
রোনালদোর সব সময়ই জিদানের গুণমুগ্ধ ভক্ত। সম্প্রতি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটকে সাক্ষাৎকার দেওয়ার সময় কোচের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা। রোনালদো বলেছেন, ‘গত মৌসুমে জিদানই ছিলেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দলে যোগ দেওয়ার পর তিনি আমাদের দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করিয়েছিলেন। তিনি দারুণ পেশাদার আর মানুষ হিসেবেও অসাধারণ। একটা দলের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে আর কোনো কোচ চ্যাম্পিয়নস লিগ জিততে পেরেছেন? জিদানেরই এই সাফল্যের সবচেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য। তিনি আমাদের সঙ্গে আছেন বলে আমি উচ্ছ্বসিত।’
জিদানের অধীনে এ মৌসুমও দারুণভাবে শুরু করেছে রিয়াল। সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লা লিগার প্রথম দুই ম্যাচও জিতে নিয়েছে তারা। রোনালদো অবশ্য নতুন মৌসুমে মাঠে নামতে পারেননি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পাওয়া ‘সিআরসেভেন’ মাঠের বাইরে বসেই দেখছেন সতীর্থদের জয়যাত্রা। পাশাপাশি মাঠে ফিরতে অক্লান্ত পরিশ্রমও করছেন। আগামী শনিবার ওসাসুনা ম্যাচ দিয়ে মাঠে ফেরাই রোনালদোর লক্ষ্য।