আবারও অধিনায়ক পরিবর্তন ব্রাজিলের
মাঠে অধিনায়কের উপস্থিতি ক্রিকেটে যতটা গুরুত্বপূর্ণ, ফুটবলে ঠিক ততটা নয়। অধিনায়কের বাহুবন্ধনী পরে মাঠে নামতে পারাটা ফুটবলারদের জন্য একটা বিশেষ সম্মান। আর সেই সম্মান দলের সবাইকেই দিতে চান ব্রাজিলের নতুন কোচ টিটে। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার ব্রাজিলের অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ।
এ বছর রিও অলিম্পিকে ব্রাজিল প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল নেইমারের অধিনায়কত্বে। কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন নেইমার। ফলে নতুন অধিনায়ক নির্বাচন করতে গিয়ে কিছুটা বিড়ম্বনাতেই পড়তে হচ্ছে কোচ টিটেকে। ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল মিরান্ডাকে। আর কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের অধিনায়কের বাহুবন্ধনী পরবেন দানি আলভেজ।
গত বছর ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালনের সময়ও বারবার অধিনায়ক পরিবর্তন করেছিলেন টিটে। এবার জাতীয় দলের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করছেন তিনি। ব্রাজিলের বর্তমান দলের সবারই অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে বলে দাবি করেছেন টিটে। দানি আলভেজও সুর মিলিয়েছেন কোচের সঙ্গে। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তিনি বলেছেন, ‘মাঠে আলাদা করে অধিনায়কের কোনো গুরুত্ব থাকে বলে আমার মনে হয় না। তবে অধিনায়ক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মানের ব্যাপার। আমার মনে হয়, ব্রাজিলের বর্তমান এই দলে সবারই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা উচিত। আর আমরা অবশ্যই সেটা পাব।’
৩৩ বছর বয়সী আলভেজ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নিজের ৯৬তম আন্তর্জাতিক ম্যাচ। এর পর আর মাত্র চারটি ম্যাচ খেললেই ব্রাজিলের পঞ্চম খেলোয়াড় হিসেবে ১০০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন এই ডিফেন্ডার।
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন, দানি আলভেজ, মার্কুইনহোস, মিরান্ডা, মার্সেলো, ক্যাসেমিরো, পাউলিনহো, রাগুস্তো, উইলিয়ান, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস।