মেসিকে ছাড়া হোঁচট খেল আর্জেন্টিনা
অবসর ভেঙে মাঠে ফিরেই গোল করেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাও জিতেছিল ১-০ গোলে। তবে ইনজুরির কারণে মেসি খেলতে পারেননি ভেনেজুয়েলার বিপক্ষে। তাঁর অভাবটাও হাড়ে হাড়ে টের পেয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে এদগার্দো বাউজার শিষ্যরা।
নিজেদের মাঠে ভেনেজুয়েলা এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। ৩৫ ও ৫৩ মিনিটে দুটি গোল করেছিলেন জে আনোর ও জোসেফ মার্টিনেজ। এ সময়ে হারের আশঙ্কাই ভর করেছিল আর্জেন্টিনা শিবিরে। তবে শেষ পর্যন্ত অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আকাশি-সাদারা। ৫৮ মিনিটে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেছিলেন নবাগত লুকাস প্রাতো। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই গোল পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেছেন নিকোলাস ওটামেন্ডি।
উরুগুয়ের বিপক্ষে জয়ের পর দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর তারা নেমে গেছে তৃতীয় স্থানে। আট ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ১৫ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরেও জমা হয়েছে ১৫ পয়েন্ট। বুধবার উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উরুগুয়ে। বাছাইপর্বের অপর ম্যাচে উরুগুয়ে ৪-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে।
বাছাইপর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ১১ অক্টোবর।