জাভিকে ‘একহাত’ নিলেন রোনালদো
লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক অম্ল-মধুর। দুজনই ফুটবলের মহাতারকা, তাই পেশাগত রেষারেষি থাকাই স্বাভাবিক। তবে কোনো অনুষ্ঠানে দেখা হলে সৌজন্যমূলক কথাবার্তা হয় ঠিকই। কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি দুজনের মধ্যে তুলনা করলেই বেধে যায় ঝামেলা। তেমন তুলনা করায় জাভি হার্নান্দেজের ওপরে ভীষণ ক্ষুব্ধ রোনালদো। বার্সেলোনার সাবেক তারকাকে নিয়ে উপহাস করতেও ছাড়েননি রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা।
পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনায় কাটিয়ে গত বছর কাতারের আল সাদ ক্লাবে যোগ দিয়েছেন জাভি। সম্প্রতি স্পেনের একটি রেডিও স্টেশনকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, রোনালদো হাজার চেষ্টা করলেও মেসির ধারেকাছেও যেতে পারবেন না!
মেসির দীর্ঘদিনের সতীর্থের এই কথাই খেপিয়ে তুলেছে রোনালদোকে। চোট কাটিয়ে দুই মাস পর মাঠে নেমেই ওসাসুনার বিপক্ষে গোল করা পর্তুগিজ তারকার তির্যক মন্তব্য, ‘কয়েক দিন আগে এক অনলাইন জরিপে জানা গেছে, ইন্টারনেটে খেলোয়াড়দের মধ্যে আমাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়। যখনই কোনো খেলোয়াড় বা কোচ প্রথম পাতার শিরোনাম হতে চান, তখনই তিনি ক্রিস (রোনালদো) সম্পর্কে কথা বলতে থাকেন। এটাই স্বাভাবিক। তাই জাভি কী বললেন তা নিয়ে আমার মাথাব্যথা নেই।’
জাভির বর্তমান ক্যারিয়ার নিয়ে তো বটেই, তাঁর ব্যক্তিগত অর্জন নিয়েও খোঁচা দিতে ছাড়েননি রোনালদো, ‘জাভি এখন কাতারে খেলেন। তাই তাঁর কথার প্রাসঙ্গিকতা নেই। জাভি সব কিছুই জিতেছেন—বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। কিন্তু কখনো ব্যালন ডি’অর জিততে পারেননি।’
এখানে জাভির চেয়ে সত্যিই অনেক এগিয়ে রোনালদো। ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ফিফা ব্যালন ডি’অর তিনবার পেয়েছেন তিনি। এ বছর চ্যাম্পিয়নস লিগ আর ইউরোর শিরোপা জিতেছেন। তাই আগামী জানুয়ারিতে রোনালদোর হাতেই চতুর্থবারের মতো বিশ্বসেরা ফুটবলারের ট্রফি ওঠার উজ্জ্বল সম্ভাবনা।