‘যেকোনো পজিশনে মেসিই সেরা’
ঘরের মাঠে খেলা হলেও সেল্টিকের বিপক্ষে একটু অস্বস্তি নিয়ে নেমেছিল বার্সেলোনা। আগের ম্যাচেই তারা হার মেনেছিল আলাভেসের কাছে। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুতে বার্সার সামনে দাঁড়াতেই পারেনি সেল্টিক। লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকে স্কটিশ প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এমন বিশাল জয়ের পর আবারও মেসি-বন্দনায় মেতে উঠেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
গত শনিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই আলাভেসের কাছে হারের লজ্জায় পড়তে হয়েছিল বার্সাকে। সেদিন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে পরাজয়ের যন্ত্রণা সইতে হয়েছিল মেসিকে। তিন দিন পর সেই দুঃখের ‘প্রতিশোধ’ তিনি নিয়েছেন সেল্টিকের ওপরে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে তিনটি গোলই শুধু করেননি, শেষ গোলটি লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেনও আর্জেন্টিনার ‘খুদে জাদুকর’। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ ছয়টি হ্যাটট্রিকের মালিক। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে এটা তাঁর ৪০তম হ্যাটট্রিক।
এনরিকে সব সময় মেসির প্রশংসায় পঞ্চমুখ। সেল্টিককে বিধ্বস্ত করার পর তিনি বলেছেন, ‘মেসি সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলেছে আর নিজের ইচ্ছামতো পজিশন পরিবর্তন করতেও পেরেছে। ৯ নম্বর, ৮ নম্বর বা ৬ নম্বর যে ভূমিকাতেই খেলুক না কেন, সে-ই বিশ্বের সেরা ফুটবলার। এমনকি ৪০ গজ দূর থেকেও সে নিখুঁত পাস দিতে পারে, যেখানে খুশি সেখানে বল পৌঁছাতে পারে।’
শুধু এখানেই থেমে থাকেননি এনরিকে। আরো এগিয়ে মেসিকে ‘টোটাল’ ফুটবলের সঙ্গে তুলনা করেছেন তিনি, ‘তাঁর করা গোলের সংখ্যা ও ফুটবল দৃষ্টিকোণ থেকে আমার কাছে সে-ই সর্বকালের সেরা খেলোয়াড়। সে-ই টোটাল ফুটবল। তাঁর ওপরে সীমাবদ্ধতা চাপিয়ে দেওয়ার মতো নির্বুদ্ধিতা আর কিছুই হতে পারে না।’